প্রকাশিত: Sat, Apr 8, 2023 12:28 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:24 PM

পাহাড় নিয়ে কী চলছে!

কাজী এম মুর্শেদ : পাহাড় নিয়ে কী চলছে বা পুরো ব্যাপারটা কী সেটা বুঝতে পারছি না। কেউ যদি পরিষ্কার করে লেখেন বুঝতাম। আমাদের রাজনীতিবিদেরা ভাষণে ব্যস্ত, তাদের কাছে নির্বাচন ছাড়া কোনো টপিক নেই। আর অন্য দিকে যারা কিছুটা বোঝেন, যেমন মেজর জেনারেল অব রশীদ বা ইব্রাহিম, তারা কিছুটা বলার পরই টিভিতে সময় শেষ হয়ে যায়। কুকি চিন এর ন্যারেটিভ দেখলাম, তারা বম, পাংখুয়া, লুসাই, খিয়াং, ম্রো, খুমি এদের নিয়ে স্বায়ত্বশাসন চায়, তাদের ন্যারেটিভ বিশ্বমন্ডলে কতোটা পৌঁছায় জানা নেই, যেমন গোর্খাল্যান্ডের ন্যারেটিভ ভারত সরকার থামিয়ে দিতে পেরেছে, কাশ্মীর পারেনি, আবার বালুচিস্তান ইস্যুও পাকিস্তান সরকার পারেনি। এই কুকি চিন এর কেএনএফ ও কেএনএ যে সব ন্যারেটিভ প্রচার করছে, আমাদের সরকার সেখানে কোনো কাউন্টার ন্যারেটিভ দিতে পারছে না। 

এ ধরনের ইস্যুগুলো ইগনোর করলে শেষ হয়ে যায় না, এখানে আমাদের সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, থেকে শুরু করে আরও অনেক বাহিনী বা পক্ষ জড়িত। তাদের ভূমিকা কি, কীভাবে সমাধান আসবে সেইসব নিয়ে কোনো কাউন্টার নেই। আমরা যারা দূরে বসে অছি তাদের কাছে সহজ একটা গল্প দেয়া, জামায়েত হিন্দাল শরকীয়া আর কুকি চিন একসঙ্গে কিছু করছে যা সরকার ও বাহিনীগুলো দেখছে। এর মধ্যে রাস্তা করা নিয়ে কি আন্দোলন, শিকদারের পয়সায় ১০০ একর নিয়ে রিসোর্ট করা, আদিবাসীদের তুলে জমি অধিগ্রহণ, এসব কোনটার আগে কী পরে কী, কেন, কিছুই ব্যাখ্যা পাই না। 

এটা একটা দেশ, পাহাড়ীরা বাংলাদেশি, তারা বাঙালি না। কিন্তু একদেশে আমাদের ফেডারেল স্টেট না, স্বায়ত্বশাসন চাইলেই দেওয়া সম্ভব না। কেএনএফ কতোটা গভীর বনে আছে, এরা কাদের কাছ থেকে অস্ত্র পায়, কী করতে চায় এসব ব্যাখ্যা কেউ কি দিয়েছে? আমি একটু বিস্তারিত নিরপেক্ষ দৃষ্টিতে বোঝার চেষ্টা করছি। এসবই একসময় ইতিহাসের অংশ হয়ে থাকবে, পরবর্তী জেনারেশন যেনো ভুল ইতিহাস না জানে। কোনো ভালো পোস্ট পেলে লিংক দিয়েন, সকাল থেকে যতক্ষণ পড়লাম, কেএনএফ সাতজনের নিহতের ঘটনাকে গুড ফ্রাইডেতে খ্রিস্টান নিধন এমন একটা ন্যারেটিভ দিতে ব্যস্ত। লেখক: অর্থনৈতিক পর্যবেক্ষণ